কেমন আছেন?
কেমন আছেন? এইতো, এটুকুই ভালো খারাপ বুঝতে পারছি না। আপনার কি কিছু হয়েছে? নাহ। আমি এরকমই সবসময় থাকি অভ্যাস বলতে পারেন, মধ্যবিত্তের অভ্যাস। বিষণ্ণতা কেটে গেছে, বিলাপের পরিবর্তে গর্জন বেরুচ্ছে কিন্তু মিউ মিউ করে। লজ্জাষ্কর! যে যেমন পারছে ইচ্ছেমত টোকা দিয়ে যাচ্ছে। অপরাধ সাহসে পরিণত হচ্ছে। ধ্বংস নিশ্চিত। তাই ধ্বংস করছি স্বেচ্ছায়,দ্রুত। বসন্তের বিদায় মেনে নিতে পারছি না উতসাহ হারিয়ে ফেলছি, বার্ধক্য এসেছে যৌবনে, নুয়ে পড়েছি। ভাই ডাক শুনে বুকে যাই, ঘৃণা দেখি তায়। ঘৃণ্য হয়ে গেছি। নতুন বছর এসেছে রঙ্গ বদলাচ্ছে মানুষও প্রকৃতির সাথে সমান তালে কিন্তু আনন্দের কমতি নেই আমাদের ভালোবাসা নিরন্তর।