দিগন্ত জোড়া ভালোবাসা
দিগন্ত জোড়া ভালোবাসা
পলাশ ফুলের ওই লালটুকু হলুদ কে যেমন ফুটিয়ে তুলেছে
তেমন ভাবে ফুটে উঠি তোমার এক নজর দেখে।
কালো মেয়ে আমার,
আমার নন্দিনী
রাখালের বেণুর মেঠো বাঁশির সুরে বাস আমার
আমি তো শত বসন্ত স্বপ্নে কাটিয়েছি
তোমাতে পেয়ে ঘোর ভেঙে দেখি তাতো আগেই দেখেছি আমি
বসন্ত এসেছে শীত বিচ্ছেদের পর
কত ভালোবাসা দিগন্তে পাঠিয়েছি
ভরিয়ে দিয়েছি তোমার ভূবন
আঁখি খুলে দেখো
আমার দিগন্ত জোড়া ভালোবাসা।
পলাশ ফুলের ওই লালটুকু হলুদ কে যেমন ফুটিয়ে তুলেছে
তেমন ভাবে ফুটে উঠি তোমার এক নজর দেখে।
কালো মেয়ে আমার,
আমার নন্দিনী
রাখালের বেণুর মেঠো বাঁশির সুরে বাস আমার
আমি তো শত বসন্ত স্বপ্নে কাটিয়েছি
তোমাতে পেয়ে ঘোর ভেঙে দেখি তাতো আগেই দেখেছি আমি
বসন্ত এসেছে শীত বিচ্ছেদের পর
কত ভালোবাসা দিগন্তে পাঠিয়েছি
ভরিয়ে দিয়েছি তোমার ভূবন
আঁখি খুলে দেখো
আমার দিগন্ত জোড়া ভালোবাসা।
Comments
Post a Comment