অযাচিত শিহরণ

ছিহ!
অসভ্য, সভ্য
অসভ্যতা, সভ্যতা
সময়, ঋণ
দায়বদ্ধতা, কপটতা
মুখোশ, ঈশ্বর
অন্ধ, অমানবিক
কবি,মিথ্যা
আড়াল, ভালোবাসা
স্বপ্ন, আশা।
ডিমের সাদায় আমার বাস
আমার বাস হিমের অনুভূতিতে
আমি কুয়াশায় নিমজ্জিত
শুকনো রুক্ষ পাতা
আমি শিশিরের শব্দে পতিত হই
বজ্রের শব্দে জেগে উঠি।
আমি ধুলোয় জন্মেছি
আমি ধুলোয় আত্মহনন করেছি।
আমি এক ফোটা পানিতে সাতার কেঁটে কেঁটে পুরো পৃথিবীর আলো বাতাস নিজের করে নিয়েছি,
আমি এক ফোটা জলেই আমার পরবর্তী প্রজন্মকে স্বার্থপরতার শিক্ষা দিয়েছি।
আমি ঘোলা জলে সাতার কাটতে অভ্যস্ত
সামান্য সাগরে আর ভয় পাইনা।
অযাচিত শিহরণ
মানব সভ্যতা থেকে ক্রমশ বিচ্ছিন্ন করে দেয়।
আমি আদিম আমি অসভ্য
সভ্যতা শেখাতে এসো না আমায়
রক্তের ধারায় তৃষ্ণা মিটিয়ে
নিজেকে সভ্য দাবী করছি।

Comments

Popular Posts