নিষিদ্ধ কবিতা


আমার ভালোবাসায় ভেসে যাওয়া নিষিদ্ধ

নেশার মত নিষিদ্ধ আমি

প্রকৃতির সৌন্দর্য অবলোকন নিষিদ্ধ;

নিষিদ্ধ আমার ভালোবাসা।

ফুলের কানে গান শোনানো নিষিদ্ধ আমার

নারীর নিষিদ্ধ রক্তের মত নিষিদ্ধ আমি

চাঁদের কলঙ্কের মত নিষিদ্ধতা আমাতে

সরে যাও প্রণয়ী!

শুকরের মাংসের স্বাদ আমি

কুসুমের তেতো মধু আমি

আমি জ্বালা

আমি ক্ষিতি

আমি পাপের মত পাপী

আমি সত্যের মত নিষিদ্ধ

নিষিদ্ধ ভালোবাসায় সিক্ত করোনা নিজেকে

শিশিরের শুভ্রতা নিয়ে দূরে যাও

সরে পড়ো নয়তো ছিটকে পড়বে,  

আমি যে বড্ড নিষিদ্ধ

নিষিদ্ধ আমার বলা।

Comments

Popular Posts