অস্তিত্ব গেলে স্তন দিয়ে কি হবে?
বসন্ত হানছে দ্বারে
নিংড়ানো অশ্রু মুছাবার তাগদা দিচ্ছে সময়
জাগতে হবে,
ছাড়তে হবে,
ধরতে হবে,
নিতে হবে,
দিতে হবে
দিতেই হবে।
তবে কেনো বসে থাকা
উঠে পড়ো
প্রেম বিষ পান করে নাও
এসো তবে, স্তন ঢাকার সময় নেই,
অস্তিত্ব গেলে স্তন দিয়ে কি হবে?
মৃত্যু না হয় নেবে,
লাশ কে নেবে?
সকল বসন্ত রাত
নিবিড় আদুরে অলি ও ফুলের
জলকেলি,
ভালোবাসায় ভরিয়ে দেবো।
পবিত্রতা নষ্ট হবে না
কোন শিশির কণার,
নতুন পাতা গজানোর শব্দকেও
জোরে মনে হবে আমার চুম্বনের শব্দ থেকে।
তবুও মৃত্যুর বুকে আমি সেই চুমু দেবো
তবুও তোমাকে চাই নির্মম, তোমাকে চাই।
আমি তিমির কাটিয়ে ভোরের আলোয় স্নান করবো
আমি মানুষের কথা দেবালয়ে উচ্চস্বরে বলবো
আমি দেবতাদের টেনে এনে
কলার পাতায় বা ডাস্টবিনে খেতে দেবো
দূর থেকে অপলক সৌন্দর্য অবলোকন করবো
দারিদ্রতা তোমার কাছে বিনোদন হতে পারে,
আমার কাছে সুখ।
ভালোবেসেই আমি পরিবর্তন চাই
ভিক্ষে নয় দাবী।
জেগে উঠ,
উঠে পড়।
নিংড়ানো অশ্রু মুছাবার তাগদা দিচ্ছে সময়
জাগতে হবে,
ছাড়তে হবে,
ধরতে হবে,
নিতে হবে,
দিতে হবে
দিতেই হবে।
তবে কেনো বসে থাকা
উঠে পড়ো
প্রেম বিষ পান করে নাও
এসো তবে, স্তন ঢাকার সময় নেই,
অস্তিত্ব গেলে স্তন দিয়ে কি হবে?
মৃত্যু না হয় নেবে,
লাশ কে নেবে?
সকল বসন্ত রাত
নিবিড় আদুরে অলি ও ফুলের
জলকেলি,
ভালোবাসায় ভরিয়ে দেবো।
পবিত্রতা নষ্ট হবে না
কোন শিশির কণার,
নতুন পাতা গজানোর শব্দকেও
জোরে মনে হবে আমার চুম্বনের শব্দ থেকে।
তবুও মৃত্যুর বুকে আমি সেই চুমু দেবো
তবুও তোমাকে চাই নির্মম, তোমাকে চাই।
আমি তিমির কাটিয়ে ভোরের আলোয় স্নান করবো
আমি মানুষের কথা দেবালয়ে উচ্চস্বরে বলবো
আমি দেবতাদের টেনে এনে
কলার পাতায় বা ডাস্টবিনে খেতে দেবো
দূর থেকে অপলক সৌন্দর্য অবলোকন করবো
দারিদ্রতা তোমার কাছে বিনোদন হতে পারে,
আমার কাছে সুখ।
ভালোবেসেই আমি পরিবর্তন চাই
ভিক্ষে নয় দাবী।
জেগে উঠ,
উঠে পড়।
Comments
Post a Comment