স্বীকারোক্তি - ৮২১৪১ (প্রিয় নয় বসন্ত ও অন্যান্য)


স্বীকারোক্তি  - ৮২১৪১ (প্রিয় নয় বসন্ত অন্যান্য)



-        একবার আমি প্রেমে পড়েছিলাম
-        কতক্ষণ ছিলেন?
-        প্রিয় নয় বসন্ত; এর মাঝেও অনেকের
প্রেমে পড়েছিলাম কিন্তু ঐটা থেকে উঠে নয়।
-        সেকি!! আপনি বহুগামী?
-        না, ঠিক সেরকমটা নয়। প্রেম অফুরন্ত,
-        বিলিয়ে দিতে হয় আর বিলিয়ে দিতে
নির্দিষ্ঠ স্থানে বসতে হয়।
-        তবে যার প্রেমে পড়লেন তার তো আপনার
প্রেমিকার বাইরেও নিজস্ব প্রেম আছে;
সেটার কি কোন মুল্য নেই?
-        আছেতো। তার থেকে প্রেম নিয়েই তো
আমি বিলিয়ে দেই যেমন খাদিজা
মুহম্মদ ( সঃ ) দিয়েছিলো।
-        বললেন পড়েছিলেন প্রেমে, এখন?
-        প্রেম নিয়মিত শোষন করে করে
মানুষকে দুর্দান্ত রকম শোষক করে তোলে।
তাই ঘরের নির্যাতিত/নির্যাতিতারা
বাইরে শোষক হয়ে পড়ে।
আর শোষণ আমার ভালোলাগে না
এজন্য পড়েই আছি কিন্তু প্রেমে নয়।
-        আচ্ছা আপনার কাছে প্রেম মানে কি?
-        অনেকটা অঞ্জন বা সুমনের গানের মত
একটা আলাদা ধরণের একঘেমিতার গল্প
হতাশার সাথে আশার বাণী শোনা
তবু শোনার ইচ্ছার শেষ কভু হয়না।  
যতই পোড়েন না কেনো আপনার শালা
পুড়বার ইচ্ছের শেষ হবেনা।

Comments

Popular Posts