ফিরে এসো কোলাহলে
এ তো থমকে যাবার সময় নয় প্রিয়;
ভালোবাসার সময় এখন,
ভালোবাসো সব উজার করে।
ভালোবাসার সময় এখন,
ভালোবাসো সব উজার করে।
নিদারুণ কোলাহলে নিবে যাবে কেন?
কি এমন শোক তব;
কি এমন ক্ষোভ?
কি এমন শোক তব;
কি এমন ক্ষোভ?
মানুষ তো এখনো স্বার্থপর ঈশ্বর হয়ে ওঠে নি?
হয়তো এখনো তারা
ঘরের দেবীকে লাথি মেরে
উপাসনালয়ের জড় দেবীকে চুমু খায়,
মাথা নিচু করে ভালোবাসা চায়।
তবে বেড়িয়ে পড়
তাদেরই নিয়ে ভেঙ্গে দাও
ঐ মৃত জড় দেবতার কালো হাত
হাতের ঈশারা,
তখন হয়তো তোমার কাছে আর স্বার্থ লুটতে
মাথা নুইবে না
ভালোবাসাই চাইবে।
হয়তো এখনো তারা
ঘরের দেবীকে লাথি মেরে
উপাসনালয়ের জড় দেবীকে চুমু খায়,
মাথা নিচু করে ভালোবাসা চায়।
তবে বেড়িয়ে পড়
তাদেরই নিয়ে ভেঙ্গে দাও
ঐ মৃত জড় দেবতার কালো হাত
হাতের ঈশারা,
তখন হয়তো তোমার কাছে আর স্বার্থ লুটতে
মাথা নুইবে না
ভালোবাসাই চাইবে।
মানুষ কিন্তু এখনো মানবিক;
তবে কিসের শোক;
কিসের ক্ষোভ;
কিসের এতো অবিচার নিজের প্রতি নিজের?
তবে কিসের শোক;
কিসের ক্ষোভ;
কিসের এতো অবিচার নিজের প্রতি নিজের?
তোমার না ভুলে যাবার অসুখ?
ভুলে যাও
প্রাচীর ভেঙ্গে ফিরে এসো কোলাহলে
মিশে যাও মানব প্রেমের এলকোহলে।
ভুলে যাও
প্রাচীর ভেঙ্গে ফিরে এসো কোলাহলে
মিশে যাও মানব প্রেমের এলকোহলে।
Comments
Post a Comment