অনুমতি


নকশী কাথার আকাশটা আয়তনে ছোট
মনের আকাশ সীমাহীন অনেক বড়,
ফ্রেমেবন্দী আকাশ অনেক নীল
অই নীল আকাশেই বিচরণ করো।
তুমি ইচ্ছেমত আমার আকাশ
বেচে দিতেই পারো।
সময় বেচে দিয়েছি স্বপ্নীল দূর্ভিক্ষে
কিনে এনেছি একরাশ দারিদ্রতা,
হাতে মুঠোয় নয়তো পায়ের তলায়
পিষ্ট করো অনেক রঙিন হৃদয়টা।
তুমি মিথ্যে মায়ায় ভোলাতেই পারো,
তুমি ইচ্ছেমত আমার আকাশ
বেচে দিতেই পারো।
পাখির ডানায় ভাসাও তোমার সভ্যতা
মোহনায় বিলীন করো শাসকীয় অজ্ঞতা,
তীর ভাঙ্গা নদীর কান্নার মায়া
পুড়ে দাও এই ক্লান্ত মানব ছায়া।
সময়ের কাশবনে বহুরুপী তুমি
সাজতেই পারো।
তুমি ইচ্ছেমত আমার আকাশ
বেচে দিতেই পারো।
মহুয়ার বন ঘেষা কবিতার খাতা
ছন্নছাড়া পড়ে থাকা জীবনের পাতা,
খুঁজে এনে তুলে দেবো বারবার
ছিড়ে ফেলো উড়িয়ে দাও করো ছাড়খাড়।
জোনাকীর আলোয় আমায়
পুড়িয়ে দিতেই পারো,
তুমি ইচ্ছে মত আমার আকাশ
বেচে দিতেই পারো।

Comments

Popular Posts