নীল মানে শুধুই নীল

নীল
শুধু রঙ নয়
নীল মানে বেদনা বিধুর সুখ
নীল মানে তোমার দেয়া বিষাক্ত চুম্বন
নীল মানে বাংলা সিনেমায় মেলায় হারিয়ে যাওয়া
কোন ভূতপুর্ব বিধ্বংসী প্রেমিকা
নীল মানে সংগ্রামে বিপ্লবে মিছিলে
হাত থেকে হাতের বাধন খুলে রাষ্ট্রের
নীল দংশনে মারা পরা।
নীল মানে তোমার আমার মুহুর্তের ছাপ
নীল মানে শীবরঞ্জনীর ঠাট।
নীল মানে ভালোবেসে ফেলা হুটহাট
নীল মানে তুমি
নীল মানে আমি
নীল মানে ...!
নীল মানে ... !
নীল মানে ...!
নীল মানে নীল
নীল মানে প্রগাড় নীল
নীল মানে তোমার নীলচে মুখ
নীল মানে ভালোবাসা
নীল মানে নীলের নীল
নীল মানে সুখের নীল
নীল মানে আমার অদ্ভুত কবিতা

নীল মানে আমার সকল প্রেমিকা।

Comments

Popular Posts