আপনি বরং নীরব হয়ে যান
নীরবতাই তো আপনার কাম্য;
তবে শীৎকারে উচ্চস্বর চান কেনো?
পাশবিক শক্তি প্রমাণে,
সক্ষমতা বোঝাতে?
আপনি তো মহাসক্ষম মশায়,
মহাকালের মহাশিব আপনি
রামের জাত,
আমরা রাবণের জাত তো
নীরবতায় প্রহর গুণতে পারি না।
অভিমানে ইকোর মত
মর্ত্য ছেড়ে যেতে চাই না।
আপনার আর আমার
মিল বলেন, পার্থক্য বলেন এখানেই।
যেতে চান না তবে স্বর্গে যেতে চান
আমাদের স্বর্গ চাই না তবে যেতে চাই
মরতে আমাদের দ্বিধা নেই
তবে আপনাদের পাশবিকতায় নয়
একটা শুদ্ধ গোলাপ কলির জন্য
একজন নীল শাড়ী পরিহিতা প্রেমিকার
মৃদ্যু আলিঙ্গণের জন্য
বা কোন নারীর মুখ ফোটাবার জন্য
বুক ফাটানো বন্ধ করে
আপনিই বরং নীরব হয়ে যান।
Comments
Post a Comment