কথা দিচ্ছি

যে বৃষ্টি টুকু তোমার ঘর দুয়ার ভিজিয়েছিল
আমি তো তাতেই মিশে ছিলাম।
তুমি যখন ডানা মেলে জল মাখিয়েছো গায়
আমি তো তখনি মিশে গেছি তোমাতে
তুমি আমার অস্তিত্ব টেরই পেলে না।
আমি অসহায়ের মত তখন ছুয়ে যাচ্ছিলাম
তোমার বদন চিবুক কপোলে
চুলে কত আমুদে হাত বুলিয়েছি
আমি ভেজাতেই এসেছি
কথা দিচ্ছি
নিজেকে নিয়ে তুমি ব্যাস্ত থাকলেও
আমি বার বার তোমায় ভেজাতে আসবো
ভেজাবোই ভেজাবোই ভেজাবোই।

Comments

Popular Posts