আমার কি আর এতো ভাগ্য আছে।
আছড়ে পড়া ক্লান্ত ঢেউ
প্রাণ লাভ করেছে
ফুলে উঠেছে
লুটে নেবার আক্ষেপ দেখছি তায়,
মরা গাঙ্গে বান ডেকেছে
প্রেম উথলে উঠেছে প্রকৃতির
শরীরে মনে চোখে মুখে।
কি নির্মম! সে প্রেমে আমি নেই
আমার কি আর এতো ভাগ্য আছে।
Comments
Post a Comment