আমি কিন্তু ভালো বস্তু নই!
এতোটুকু বোধ হয়
মাঝে মাঝে
অসুখ সেড়ে গেলে
আর থাকা যাবে না
টেকা যাবে না।
তাই তো অহরহ
মৃত্যু কেই বরণ করেছি প্রিয়।
সমস্ত মানুষ আর
যাবতকালে ফেলা
নিশ্বাস সম্বল যার
তার আর কতটুকুই
বা লুটতে পারবে।
লুটেনাও তবে শেষ
করতে পারবে না কথা দিচ্ছি।
তুমি নাহয় অনেক
লুটবে
আমিও তো তোমার
প্রদান করা
অসুখ লুটেছি,
এটুকুই বা কম
কিসে?
তবে হ্যা !আমাকে
নিয়ে খেলছো তো
সাবধানতা রেখ!
আমি কিন্তু ভালো বস্তু
নই!
খেলনা আমি
বেশীদিন রই না।
Comments
Post a Comment