স্বপ্ন দেখা পাপ


যেখানে স্বপ্ন দেখা বারণ

সেখানে স্বপ্ন দেখা বারণ

কুসমিত বিশালাকার গগনে

মুক্ত বিহঙ্গের আলিঙন পাপ,

নিষ্পাপ ফুলের কলি ফোটাতে

মালির জল ঢালা চুড়ান্ত অশ্লীল;

যেখানে স্বপ্ন দেখা বারণ

সেখানে স্বপ্ন দেখা বারণ

যেখানে বাগিচার সৌন্দর্য

অবলোকন জন্মের মত পাপ

সেখানে শিশুর মুখে তুলে দেওয়া

বিশুদ্ধ মাতৃস্তন অসুরের মত পাপী।

সাহায্যকারী; নারী দেহের নিষিদ্ধ

রক্তের মত নাপাক

নৈতিকতা; কালো মেয়ের মত

লগ্ন ভ্রষ্টা, পাপী নির্বিকার।

যেখানে শরীর পুণ্যের মত পবিত্র

সেখানে মানুষ শুধুমাত্র পণ্য

সেখানেই স্বপ্ন দেখা নিষেধ

যেখানে স্বপ্নবাজরা ঘুমিয়ে নিরন্তর।

যেখানেই কাজ এক ধরণের কাম

সেখানেই পবিত্রতা।

Comments

Popular Posts