কাকে তুমি নাপাক বলো
যতবার আকাশ ডেকে ডেকে ঝড় নামাবে
ততবার তোমার প্রেমে আমি বিদ্রোহী
যত নীল আকাশের বুকে আল্পনা সাজাবে
ততটুকু প্রগারতা নিয়ে ভালোবাসব তোমায়
কৃষ্ণের বাঁশির ছটি ছিদ্র দিয়ে সুর বেরুবে যতক্ষন
ততক্ষণ ভালোবাসা দিয়ে ডাকবো তোমায়
যখন ব্রহ্মাণ্ডের ছিন্ন ভিন্ন অংশ ছিটিয়ে থাকবে
তার মধ্যে আমার হৃৎপিণ্ড চিৎকার করে
তোমার কথা বলবে মানুষের কথা বলবে।
আমি নারীর নিষিদ্ধ রক্তে প্রবাহিত হয়ে বলবো
কাকে তুমি নাপাক বলো
যাতে তোমার আমার জন্ম?
আমি তোমার মাঝে প্রবাহিত হবো
যতোবার তুমি শিউরে উঠবে।
আমি চরের বুকে জেগে উঠা পুর্ব পুরুষের
কবরের কাছে ছুটে গিয়ে তোমার কথা বলবো
আমি উচ্চবিত্ত ঈশ্বরের ধমনী চিড়ে
মানুষের হৃদয় প্রতিস্থাপন করে
মানুষের কথা বলাবো
তার ভয় দেখানো বন্ধ করে দেবো।
আমার হয়ে থেকো
থেকো থেকো থেকো।
ততবার তোমার প্রেমে আমি বিদ্রোহী
যত নীল আকাশের বুকে আল্পনা সাজাবে
ততটুকু প্রগারতা নিয়ে ভালোবাসব তোমায়
কৃষ্ণের বাঁশির ছটি ছিদ্র দিয়ে সুর বেরুবে যতক্ষন
ততক্ষণ ভালোবাসা দিয়ে ডাকবো তোমায়
যখন ব্রহ্মাণ্ডের ছিন্ন ভিন্ন অংশ ছিটিয়ে থাকবে
তার মধ্যে আমার হৃৎপিণ্ড চিৎকার করে
তোমার কথা বলবে মানুষের কথা বলবে।
আমি নারীর নিষিদ্ধ রক্তে প্রবাহিত হয়ে বলবো
কাকে তুমি নাপাক বলো
যাতে তোমার আমার জন্ম?
আমি তোমার মাঝে প্রবাহিত হবো
যতোবার তুমি শিউরে উঠবে।
আমি চরের বুকে জেগে উঠা পুর্ব পুরুষের
কবরের কাছে ছুটে গিয়ে তোমার কথা বলবো
আমি উচ্চবিত্ত ঈশ্বরের ধমনী চিড়ে
মানুষের হৃদয় প্রতিস্থাপন করে
মানুষের কথা বলাবো
তার ভয় দেখানো বন্ধ করে দেবো।
আমার হয়ে থেকো
থেকো থেকো থেকো।
Comments
Post a Comment