দাও স্থায়ীত্ব দাও উষ্ণতা

একটু একটু করে রাত বাড়ে
বাড়ে অন্ধকার
দিন যায় দিন আসে
হাতছানি দেয় মৃত্যু
কত না পাওয়ার বেদনা নিয়ে ঘুমাতে যায় জোছনারা
ভীড় বাড়ে সকাল ক্রেতাদের বাজারে
কিছু কিছু স্বপ্নের স্বতঃ চায়না কেউ
কিছু কিছু ক্ষণ প্রেমিকার জিভে জড়ানো শব্দের শিৎকারে মুখরিত হয় আকাশ পাতাল
কিছু কিছু স্বাধীনতা সাম্যের বুলি
টেনে নিয়ে যায় মৃতদের মিছিলে
এক গন্ধম পাপের বোঝা টেনে বেড়াতে বেড়াতে এ আদম ক্লান্ত
এ যেন আজন্ম কারাভোগ
নিয়ে যাও তোমাদের লোকালয়ে
ফিরিয়ে দাও পাখির তান
ফোয়ারায় স্নানের পবিত্রতা
কাঁধে দাও কালী মুর্তির জিভের লালা মাখিয়ে
সাফ করি এ জঞ্জাল
আমাদের শিশুকে দেই স্থান
আমরা যাই ফিরে সেখানে।
মিথ্যেবাদী ঈশ্বর গল্পের কুত্তার মত
ছুটিয়ে নেয় ক্ষণিক অলীকে
দাও স্থায়ীত্ব দাও উষ্ণতা
ছুড়ে দেই সব অযাচিত জঞ্জাল কে 
চলো প্রিয় আমার বুকে মাথা রেখে সন্তানদের রেখে বিদায় নেই চির সবুজ থেকে
পালিয়ে বাঁচি মৃত্যু থেকে।

Comments

Popular Posts