পুঁজিবাদী প্রেমিক
কবে যেন কার সাথে হেটেছিলাম উদাসীন পথে
কবে যে ঘাড় ঘুরিয়ে আচমকা দেখেছি আলতো ছোঁয়ায়
সে সব যখন ভুলতে বসেছি প্রায়
আনন্দময়ীর আগমনে,
সরবনাশের পথে নেমে এলাম আরবার।
বাঁকা পথ
নিঃশব্দ নক্ষত্র বিথী;
চঞ্চল মহাকাল
স্বপ্নীল দুরন্তপনা
রোধ করে দাঁড়ালে যখন দ্বারে;
আমি তখনো কাছে যেতে ভয় পাই
এগুতে পারিনি কাছে, তোমার নিন্দে হয় পাছে!
দূর থেকে এক নজর দেখা ,
বেশ স্বধীন চিত্তেই
মনকে করে উতলা ততক্ষণ
আরবার দেখা ঘটে না জানি কখন;
আবার এক নজর দেখা
মুখ ফিরিয়ে নেই লজ্জা, কাম, প্রেম, ক্ষোভ, ধিক্কারে।
মিলিলে দেখা আবার শীতল হয়
চাতকের মুখে মেঘের বারি মেলার মতন।
প্রাণের নিষ্কলঙ্ক যাত্রাকেও স্তম্ভিত করে এলে তুমি ,
তুমি নারী তুমি প্রকৃতি;
পরমে পরম জেনে।
আমি কী এতোটাই দ্বীন ভালোবাসার পুঁজিতে?
আমিই বা কম কিসে আমিতে?
Comments
Post a Comment